অন্তঃসত্ত্বা সেই আফগান পাইলট হাসপাতালে ভর্তি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ১২:০০ পিএম, ১০ আগস্ট,রবিবার,২০২৫

তাজিকিস্তানের মফস্বল অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে আটক হওয়া সেই নারী পাইলটকে ম্যাটারনিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া এই নারী পাইলট গত সপ্তাহে নিজের অনাগত সন্তান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আগস্ট মাসে আশরাফ গনি সরকারি বাহিনীর ওপর তালেবান ব্যাপক হামলা শুরু করে। এই অবস্থায় হামলা থেকে বাঁচতে যুদ্ধবিমান নিয়ে আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে যান কয়েকজন পাইলটসহ ১৪০ জন সেনা। কিন্তু তাজিকিস্তান কর্তৃপক্ষ অবৈধভাবে প্রবেশের দায়ে তাদেরকে আটক করে।
এই দলে থাকা ২৯ বছর বয়সি অন্তঃসত্ত্বা নারী পাইলট গত সপ্তাহে এক সাক্ষাৎকারে তাজিকিস্তানের পল্লী অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে তার অনাগত সন্তান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী নভেম্বরে তার বাচ্চা প্রসবের তারিখ থাকলেও তাজিকিস্তান কর্তৃপক্ষ তার শহরের হাসপাতালে স্থানান্তরের আবেদন নাকচ করে দেয়।
কর্তৃপক্ষ ওই নারীকে জানায়, ডেলিভারির সময় হলে তাকে হাসপাতালে নেওয়া হবে। এই নারী পাইলট বলেন, তাজিকিস্তানে তারা খুব কষ্টের মধ্যে আছেন, শরণার্থী ও উদ্বাস্তুদের থেকেও তাদের অবস্থা শোচনীয়। বৈধ কোনো কাগজপত্র না থাকায় তারা কোনো কিছু ক্রয় করতে পারেন না।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, তিনি তাজিকিস্তানে আটকে পড়া আফগান পাইলটদের নিয়ে চিন্তিত। সিনেটের এক শুনানির সময় রিপাবলিকান কংগ্রেসম্যান অস্টিন স্কট আফগানিস্তানের অন্তঃসত্ত্বা নারী পাইলটের বিষয়টি উত্থাপন করেন।
এই ঘটনার পর তাজিকিস্তান কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তাজিক সরকার জানায়, ওই নারী পাইলটের বিষয়ে তাদের কর্মকর্তারা যত্নশীল আছেন।
তাজিকিস্তানে আটকে পড়া পাইলটসহ আশরাফ গনি সরকারের পক্ষে কাজ করা সেনারা প্রত্যাশা করছেন, বাইডেন প্রশাসন দ্রুত শরণার্থীর মর্যাদা দিয়ে তাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কিভাবে তাজিকিস্তানে আটকেপড়াদের উদ্ধার করা যায় সেটা নিয়ে তারা কাজ করছেন।