বেতনের টাকা উঠিয়ে এটিএম বুথেই তরুণীর নাচ
বেতনের টাকা উঠিয়ে এটিএম বুথেই তরুণীর নাচ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:২৪ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
টাকা কার না ভালো লাগে? আর সারা মাস কাজ করার পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেই খুশির মাত্রা বেড়ে যায় আরও কয়েকগুণ! টাকা হাতে পাওয়ার পর খুশিতে নেচে ওঠে সবার প্রাণ।কিন্তু সেই আনন্দে এটিএম বুথের ভেতরই কেউ নাচানাচি শুরু করে দিয়েছেন, এমন ঘটনা খুব একটা দেখা যায় না। তবে সম্প্রতি এটিএম বুথের ভেতরে নাচানাচি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক তরুণী।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া তরুণীর ওই ভিডিওতে দেখা যায়, একটি বুথের ভেতর টাকা তোলার মেশিনে কার্ড ঢোকানোর পরপরই নাচ শুরু করে দেন এক তরুণী। মেশিন থেকে টাকা বের হতে দেখে তার খুশি বেড়ে যায় আরও কয়েকগুণ। মেশিন থেকে টাকা তুলে হাতে নেয়ার পর আরেক দফা নাচেন মেয়েটি। সবশেষ মাথা নিচু করে টাকা দেয়া মেশিনকে সম্মানও জানান তিনি।
ঘটনাটি কোন দেশে কবে ঘটেছে তা নিশ্চিত নয়। তবে তরুণীর টাকা তোলার মজার এ ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘ঘণ্টা’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। এর ক্যাপশনে লেখা, বেতন পাওয়ার খুশি দেখেছেন তো?