avertisements 2

সাদি গাদ্দাফি এখন তুরস্কে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

জেল থেকে মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি (৪৭)। একটি সরকারি সূত্র বলেছেন, মুক্তি পাওয়ার পরই তিনি গত রোববার একটি বিমানে করে চলে গেছেন তুরস্কের ইস্তাম্বুলে। অন্যদিকে লিবিয়ায় আটক তার আরেক ভাই সাইফ আল গাদ্দাফি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।

২০১১ সালে লিবিয়ায় অভ্যুত্থানের সময়ে সাদি গাদ্দাফি নাইজারে পালিয়ে যান। কিন্তু তাকে ২০১৪ সালে লিবিয়ায় ফেরত পাঠায় নাইজার। সেই থেকে রাজধানী ত্রিপোলিতে জেলবন্দি ছিলেন তিনি। সাদি গাদ্দাফি সাবেক একজন পেশাদার ফুটবল খেলোয়াড়ও। ২০১১ সালে লিবিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্রাইম করার অভিযোগে অভিযুক্ত তিনি। এ ছাড়া ২০০৫ সালে তিনি লিবিয়ার ফুটবল কোচ বশির আল রায়ানি’কে হত্যা করেছিলেন। এই হত্যা মামলা থেকে তাকে মুক্তি দেয়া হয় ২০১৮ সালের এপ্রিলে। প্রসিকিউটর অফিসের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার ফলে সাদি গাদ্দাফি বিষয়ক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলেছিলেন প্রধান প্রসিকিউটর। তখন থেকেই তিনি দেশের ভিতর মুক্তভাবে বসবাস করতে পারতেন অথবা দেশ ছেড়ে যাওয়ার সুযোগ ছিল।

ওদিকে গণঅভ্যুত্থান ও পরে যুদ্ধের পর গত ১০ বছর ধরে লিবিয়ায় মারাত্মক বিশৃংখলা, বিভক্তি এবং সহিংসতা দেখা দিয়েছে। যুদ্ধে মুয়াম্মার গাদ্দাফি ও তার তিন ছেলে নিহত হয়েছেন। ২০২০ সালে এক অস্ত্রবিরতির ফলে বিবদমান গ্রুপগুলোর মধ্যে লড়াই বন্ধ হয়। এর ফলে শান্তি আলোচনার একটি উপায় বেরিয়ে আসে। একই সঙ্গে মার্চে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের পথও উন্মুক্ত হয়ে পড়ে। লিবিয়ায় আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সরকারি একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সমঝোতার মাধ্যমে মুক্তি পেয়েছেন সাদি গাদ্দাফি। ওই সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন উপজাতির বিভিন্ন গোষ্ঠীর সিনিয়র নেতারা ও প্রধানমন্ত্রী আবদুল হামিদ। আরেকটি সূত্র বলেছেন, এ সমঝোতায় জড়িত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘা।

জুলাই মাসে নিউ ইয়র্ক টাইমস খবর প্রকাশ করে যে, তারা সাদি গাদ্দাফির ভাই সাইফ আল ইসলাম গাদ্দাফির সাক্ষাৎকার নিয়েছে। সাইফকে জিনতান শহরে আটকে রাখা হয়েছে অনেক বছর ধরে। তার সমর্থকরা ইঙ্গিত দিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2