পালিয়ে যাওয়া বন্দিদের পরিবারই এখন ইসরায়েলের মূল লক্ষ্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৫৪ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্যতম সুরক্ষিত একটি কারাগার থেকে গোপন সুরঙ্গ ব্যবহার করে রাতের আঁধারে পালিয়ে যায় ৬ ফিলিস্তিনি বন্দি। পালিয়ে যাওয়া ছয়জনকে খুঁজে বের করতে না পারায় হতাশ হয়ে ইসরায়েলি সেনারা জেনিন শরণার্থী শিবিরের কাছে তাদের আত্মীয়দের গ্রেফতার করছে বলে জানিয়েছে আলজাজিরা।
ফিলিস্তিনি বন্দি সহায়তা ও মানবাধিকার সংস্থা অ্যাডামির বুধবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীর জুড়ে পালিয়ে যাওয়া অন্তত সাত পরিবারের সদস্যকে আটক করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি বন্দি শিবিরের ৬৫ বছর বয়সী জামাল জুবাইদি বলেন, ৬ ফিলিস্তিনি বন্দি পালানোর পর অধিকাংশ পরিবার আশা করেছিল ইসরাইলি সৈন্যরা যে কোনো সময় জেনিন শরণার্থী শিবিরে আক্রমণ করবে। তারা আমাদের বাড়িতে আসবে এবং সম্ভবত আমাদের গ্রেপ্তার করবে এবং আমাদের জিজ্ঞাসাবাদ করবে এবং বাড়ির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করবে।
রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্যতম সুরক্ষিত একটি কারাগার থেকে গোপন সুরঙ্গ ব্যবহার করে রাতের আঁধারে পালিয়ে যায় ৬ ফিলিস্তিনি বন্দি।
ধারণা করা হচ্ছে- গত কয়েক মাস ধরে সুরঙ্গ খুঁড়েছিলেন তারা। কারাগারের যে সেলটিতে অবস্থান করছিলেন, সেখানেই গোপন সুরঙ্গটি পাওয়া গেছে। কারাগারটির দেয়ালের ঠিক পাশেই বড় রাস্তা রয়েছে এবং সুরঙ্গের মাথাও ঠিক সেখানে গিয়ে ঠেকেছে।