আফগানদের অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আখুন্দ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:০১ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আফগানদের অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার এক লিখিত বার্তায় তিনি বিদেশি সেনা প্রত্যাহার, দখলের অবসান ও দেশকে মুক্ত করায় এই শুভেচ্ছা জানান।
বার্তায় আখুন্দ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও প্রতিশ্রুত মন্ত্রিসভা শিগগিরই কাজ শুরু করবে। নেতারা দেশে ইসলামি আইন ও শরিয়াহ বাস্তবায়ন, সর্বোচ্চ স্বার্থ রক্ষা, আফগান সীমান্ত সুরক্ষা ও দীর্ঘমেয়াদি শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য কঠোর পরিশ্রম করবেন।
তাই দেশ ও জীবনের সবকিছু ইসলামি আইন অনুসারে পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আত্মনির্ভর আফগানিস্তান চাই।আখুন্দ বলেছেন, তালেবান দ্বিপক্ষীয় শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সঙ্গে দৃঢ় ও সুস্থ সম্পর্ক চায়। মানবাধিকার, সংখ্যালঘু ও বঞ্চিত জনগোষ্ঠীকে ইসলামের আলোকে রক্ষা করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
