তালেবানের এলিট ফোর্স ‘বদরি-৩১৩’ অবাক বিশ্ব!
তালেবানের এলিট ফোর্স ‘বদরি-৩১৩’ অবাক বিশ্ব!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে অবশেষে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে গেছে। কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নিতে ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে সোমবার (৩০ আগস্ট) সর্বশেষ মার্কিন সেনাটিকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান।
এদিকে সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে যায় তালেবানের হাতে। এরপর আলোচনায় চলে আসে তালেবানের এলিট ফোর্স ‘বদরি-৩১৩’।
বলা হচ্ছে, মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা এ বাহিনীর হাতেই এখন কাবুলের নিরাপত্তা। গায়ে সেনার পোশাক। সঙ্গে বুলেট প্রুফ জ্যাকেট।
হাতে মার্কিন সেনার থেকে লুঠ করা অত্য়াধুনিক অস্ত্রশস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের এলিট ফোর্স ‘বদরি-৩১৩’-এর ছবি এবং ভিডিও এখন ভাইরাল।
আন্তর্জাতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোর্সের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পুরো বিশ্বকে একটা বার্তা দিতে চাইছে তালেবানরা।
বর্তমান তালেবান অনেক শক্তিশালী এমন এক বার্তা পৌঁছে দিতে চাইছে তারা। এর আগে সাধারণত যে পাঠানি পোশাকে তালেবানদের দেখা যেত, এখন তারাই পরেছে সেনার পোশাক।
শুধু তাই নয় বিভিন্ন দেশের স্পেশ্যাল ফোর্সের সেনা সদস্যদেরর মতো তাদেরও মুখ ঢাকা বিশেষ মাস্কে।আগে যে তালেবান সদস্যদের হাতে দেখা যেত রাশিয়ার কালাশনিকোভ । এখন তাদের হাতে এম ফোরের-এর মতো মার্কিন সেনার অত্যাধুনিক অস্ত্র। চোখে নাইটভিশন চশমা
যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর ‘বদরি-৩১৩’র পরনে বুলেটপ্রুফ ভেস্ট, মাথায় ব্যালিস্টিক হেলমেট, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা আর অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে এই বিশেষ কমান্ডো ইউনিট।
সড়ক কিংবা বিমানবন্দরে এখন পাহারায় রয়েছে তারা। ঐতিহাসিক বদর যুদ্ধে মাত্র ৩১৩ সেনা নিয়ে মক্কা অভিযানের চেতনায় নামকরণ এ বাহিনীর। অনেক বেশি দুর্ধর্ষ এ বাহিনীর সদস্যরা।
তালেবানের সহপ্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ছেলে বাদরুদ্দীন হাক্কানি এ বাহিনীর প্রতিষ্ঠাতা। মার্কিন ড্রোন হামলায় ২০১২ সালে নিহত হন তিনি। বর্তমানে এ বাহিনীর আনুমানিক সদস্য ৫ হাজার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
