কাবুলে তালেবানের সঙ্গে তুরস্কের প্রথম বৈঠক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৫:০২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কাবুলে তালেবান নেতাদের সঙ্গে তুরস্কের কর্মকর্তারা সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আজ শুক্রবার(২৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
এরদোগান বলেন, কাবুলে তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছে তুরস্ক। কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্ককে তালেবান যে প্রস্তাব দিয়েছে তা মূল্যায়ন করে দেখা হচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছি। বৈঠকটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী ছিল। যদি প্রয়োজন হয়, আরও আলোচনার সুযোগ রয়েছে যোগ করেন এরদোগান।
তিনি বলেন, তালেবান কাবুল বিমানবন্দর পরিচালনার জন্য একটি অনুরোধ করেছে। তবে আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কেননা সেখানে সবসময় মৃত্যু এবং এরকম দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়।