করোনায় বিপর্যস্ত ভারত, একদিনে ১২ লক্ষাধিক পরীক্ষা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:১০ পিএম, ২০ সেপ্টেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৯:১৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১২ লাখ ছয় হাজার ৮০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৬০৫ জনের। এনিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ লাখ ৬১৯ জনে দাঁড়ালো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে।
তবে আশার খবর, দেশটিতে গত একদিনে করোনা শনাক্ত রোগীর তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৪ হাজার ৬১২জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখের বেশি মানুষ।
এছাড়া গত একদিনে ভারতে করোনায় মারা গেছে ১ হাজার ১৩৩ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৬ হাজার ৭৫২ জন।