ভারতের বাজারে বাংলাদেশি ইলিশে সয়লাব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৫ এএম, ২০ সেপ্টেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০১:০০ পিএম, ১৬ এপ্রিল,
বুধবার,২০২৫

ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দিলেও সে দেশে বাংলাদেশি ইলিশ মাছ রপ্তানী বন্ধ করে নি , বাংলাদেশে বরঞ্চ তাদের পূজোর সময়ে যাতে ইলিশের ঘাটতি না পড়ে সে দিকে খেয়াল রেখে ইলিশ রপ্তানী অব্যহত রেখেছে বাংলাদেশ । এমনটি জানালো সেদেশের শীর্ষস্থানীয় দ্য ইণ্ডিয়ান এক্সপ্রে নামের একটি অনলাইন পত্রিকা ।
বিশ্বকর্মা পুজো ও মহালয়ার আগে বাজারে এলো ওপার বাংলার ইলিশ মাছ। ১৪৫০ মেট্রিক টন ইলিশ মাছ ঢুকেছে বাংলায়। মঙ্গলবার থেকেই কলকাতা ও হাওড়ার বাজারে ক্রেতাদের মধ্যে বাংলাদেশের ইলিশ ঘিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে সকাল থেকেই।
বুধবার সকালেই সেই মাছ পৌছে যায় নগরতলির বাজারে।
ইলিশের দাম সাধারণ ক্রেতার নাগালের মধ্যেই চলে আসবে বলে মনে করা হচ্ছে।
ইলিশের দাম সাধারণ ক্রেতার নাগালের মধ্যেই চলে আসবে বলে মনে করা হচ্ছে।
গত বছর পুজোর আগে এপার বাংলাকে উপহার দিয়েছিল বাংলাদেশ। হাসিনার সরকার এবারও পুজোর আগে ইলিশ উপহার দিয়ে সৌহার্দের উদাহরণ রেখেছেন।
বাংলাদেশ যাতে ইলিশ রফতানির উপরে নিষেধাজ্ঞা তুলে নেয়, তার জন্য ২০১২ সাল থেকে চেষ্টা করা হচ্ছে। প্রায় ৮ বছর পর এই বিপুল হারে ওপার বাংলা থেকে ইলিশ এসেছে বাংলায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
