এবার করোনায় আক্রান্ত সিংহ!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫৩ পিএম, ২৭ ডিসেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০১:৩২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
করোনা ভাইরাসের টিকা আবিষ্কৃত হলেও এখনো বিশ্বব্যাপী বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের তালিকা থেকে বাদ যায়নি পশুরাও। এবার স্পেনের বার্সেলোনা চিড়িয়াখানার চারটি সিংহের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।
মঙ্গলবার স্থানীয় পশু চিকিৎসা দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনটি সিংহী ও একটি সিংহ বলে জানা গেছে। তিন সিংহী হচ্ছে—জিলা, নিমা ও রান রান। সিংহটির নাম কিম্বা।
কিম্বার বয়স চার বছর। আর সিংহীগুলোর বয়স ১৬ বছর করে। চিড়িয়াখানায় যারা তাদের পরিচর্যার দায়িত্বে ছিল তারাই প্রথম এদের শরীরে করোনার উপসর্গ শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত হলে টেস্ট করানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ঠিক কীভাবে পশুগুলো আক্রান্ত হয়েছে সেটি জানা যায়নি। তবে এ নিয়ে এরই মধ্যে তদন্তের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, আক্রান্ত কারো সংস্পর্শে এসেছিল প্রাণীগুলো।
সিংহগুলোকে আপাতত খুবই যত্নে রাখা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে, তাদের ক্লিনিক্যাল অবস্থা আগের চেয়ে অনেক ভালো। চিকিৎসায়ও ভালোভাবে সাড়া দিচ্ছে তারা। আক্রান্ত সিংহগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে। তাদের চিড়িয়াখানার বাকি পশুদের কাছে যেতে দেওয়া হচ্ছে না। তবে চিড়িয়াখানার কার্যক্রম চালু রয়েছে। বাকি পশুদের দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।