পাকিস্তানে প্রতি পিস ডিম ৩০ রুপি, আদার কেজি ১ হাজার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৩ পিএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৩:৩৯ পিএম, ১০ অক্টোবর,শুক্রবার,২০২৫

করোনা ভাইরাস সংকটের মধ্যেই মুদ্রাস্ফীতির কারণে নাজেহাল পাকিস্তান। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশছোঁয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটিতে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ৩০ রুপিতে।
পাকিস্তানে এক ডজন ডিমের জন্য দিতে হচ্ছে ৩৫০ রুপি। শীতের জন্য পাকিস্তানে ডিমের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও।
দেশটিতে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে। আর আদার দাম এক হাজার রুপি। এছাড়া প্রতি কেজি গম বিক্রি হচ্ছে ৬০ রুপিতে।
দেশের অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান। কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষায় করতে পারেনি তার সরকার।
পাকিস্তানে এখনও জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্রসীমার নিচে। এর মধ্যে জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে, সাধারণ মানুষের অনেকেই তাদের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে বেশ বেকায়দায় পড়ছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মরক্কো থেকে নেপাল, লিমা থেকে মাদাগাস্কার: জেন-জি আন্দোলন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

ভারত ভ্রমণে বাধ্যতামূলক করা হলো নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর

ঝড় উপেক্ষা করে ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই

কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু: নিরাপদ প্রমাণে খেয়ে ডাক্তারও অজ্ঞান!
