যুক্তরাষ্ট্রে কেন হাজারো ফ্লাইট বাতিল হচ্ছে?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর,সোমবার,২০২৫ | আপডেট: ০৯:৫৫ পিএম, ১০ নভেম্বর,সোমবার,২০২৫
‘‘চলমান সরকারি অচলাবস্থা বা শাটডাউনের কারণে বিমান ভ্রমণ ‘ধীরে ধীরে কমে যেতে পারে’’ বলে সতর্ক করেছিলেন একজন শীর্ষ পরিবহণ কর্মকর্তা। এরপরই মার্কিন বিমান সংস্থাগুলো মোট তিন হাজার ৩০০টি ফ্লাইট বাতিল করেছে। যদিও রোববার (১০ নভেম্বর) ৪০তম দিনের অচলাবস্থা শেষ করার জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একটি চুক্তিতে পৌঁছানোর পক্ষে ভোট দিয়েছেন, কিন্তু তার আগেই বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়ে যায়। খবর আল জাজিরার।
ফ্লাইট বাতিলের কারণ ও প্রভাব
১ অক্টোবর থেকে শাটডাউন শুরু হওয়ার পর থেকে প্রায় ১৩ হাজার বিমান পরিবহণ নিয়ন্ত্রকদের (যাদের প্রয়োজনীয় কর্মচারী হিসেবে বিবেচনা করা হয়) বেতন ছাড়াই কাজ করতে বাধ্য করা হয়েছে। এছাড়া অনেকেই নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করার ফলে অসুস্থ হয়ে পড়ে। ফলে অনেকেই কাজে যোগ দিতে অস্বীকৃতি জানানোর খবর আসায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) গত সপ্তাহে বিমান চলাচল কমানোর নির্দেশ দেয়।
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুসারে, রোববার মোট তিন হাজার ৩০৪টি মার্কিন বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১০ হাজারেরও বেশি বিমান ছাড়তে দেরি হয়েছে।
এর আগে শুক্রবার (৭ নভেম্বর) প্রায় এক হাজার ফ্লাইট বাতিলের পর শনিবার (৮ নভেম্বর) এক হাজার ৫০০-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
এফএএ -এর নির্দেশ অনুসারে, বিমান সংস্থাগুলোকে শুক্রবার থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল চার শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়। এটি সোমবার থেকে ৬ শতাংশ, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে ৮ শতাংশ এবং শুক্রবারের (১৪ নভেম্বর) মধ্যে ১০ শতাংশে পৌঁছানোর কথা।
মার্কিন পরিবহণ সচিব শন ডাফি রোববার সতর্ক করে বলেছেন, ২৭ নভেম্বর থ্যাঙ্কসগিভিং ছুটির আগে বিমান ভ্রমণ স্থবির হয়ে পড়তে পারে। থ্যাঙ্কসগিভিং সময়কাল মার্কিন ক্যালেন্ডারে ভ্রমণের জন্য সবচেয়ে ব্যস্ততম সময়গুলোর মধ্যে একটি।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে শাটডাউন : অচলাবস্থা কাটাতে তৎপর সিনেটররা
ডাফি ফক্স নিউজকে বলেন, থ্যাঙ্কসগিভিং ভ্রমণের যতই কাছাকাছি আসছি, আমার মনে হয় যা ঘটতে চলেছে তা হল বিমান ভ্রমণ ধীরে ধীরে কমবে, কারণ সবাই তাদের পরিবারের সঙ্গে দেখা করতে ভ্রমণ করতে চায়... এই বিমান ট্র্যাফিক নিয়ন্ত্রকদের বেতন না দেওয়া পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হবে।
শাটডাউন অবসানের অগ্রগতি
রোববার ভ্রমণ বিশৃঙ্খলার আশঙ্কা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন সিনেটররা জানুয়ারির শেষ পর্যন্ত সরকারি কার্যক্রমের জন্য তহবিল পুনরুদ্ধারের জন্য একটি আপস চুক্তিতে পৌঁছানোর পক্ষে ভোট দিয়েছেন। গভীর রাতের অধিবেশনে সিনেট ৬০-এর বিপরীতে ৪০ ভোটে এই তহবিল প্যাকেজটি এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেয়। এই চুক্তিতে মধ্যপন্থি ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের সঙ্গে সরকারি তহবিল পুনঃস্থাপনের পক্ষে সমর্থন জানান।
তবে, শাটডাউন শেষ হওয়ার আগে তহবিল পরিকল্পনাটি এখনও সিনেট এবং মার্কিন প্রতিনিধি পরিষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত হতে হবে।
পরামর্শদাতা সংস্থা অ্যারোডাইনামিক অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড আবুলাফিয়া বলেছেন, যদি বিমান পরিবহণ নিয়ন্ত্রণকারীরা বেতনের কারণে কাজ এড়িয়ে চলেন, তাহলে শাটডাউন শেষ হওয়ার পরে ব্যাঘাতগুলো দ্রুত দূর হয়ে যাবে।
তবে বিমান চলাচল বিশেষজ্ঞরা সন্দেহ করছেন যে, এই ফ্লাইট বাতিলের নির্দেশগুলো আসলে সরকারি শাটডাউন শেষ করার জন্য এবং রাজনৈতিক চাপ বাড়ানোর জন্য তৈরি করা একটি ‘ইচ্ছাকৃত’ পদক্ষেপ!
বিশ্লেষক আবুলাফিয়া বলেছেন, পরিবহণ সচিব ডাফি দাবি করেছেন যে- এই সিদ্ধান্ত তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে, কিন্তু তিনি সেই তথ্যগুলো কারও সঙ্গে শেয়ার করেননি। তাই মানুষের মনে সন্দেহ আসা স্বাভাবিক।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিবিসিতে পক্ষপাতের অভিযোগে মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান: রাজনাথ সিং
বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি





