avertisements 2

'বিধবাদের উপত্যকা'য় গিয়ে যা দেখলো বিবিসি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০২ এএম, ২৩ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১২:৫১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

শান্তি আলোচনার গতি খুবই ধীর, আর তাই আফগানিস্তান বেড়েছে সহিংসতা। সেখানকার নানগারহার প্রদেশে তালেবান এবং ইসলামিক স্টেট-এর অবিরত হামলায় বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্যবস্তুতে পরিণত হন বেসামরিক মানুষ।

বিবিসির আলী হুসেইনি সম্প্রতি ঐ প্রদেশের এক জায়গায় গিয়েছিলেন যাকে ডাকা হয় 'বিধবাদের উপত্যকা' নামে। সেখানে এক বছর আগে এক হামলায় ৬০ ব্যক্তি নিহত হন। এর জেরে অনেক পরিবারই পুরুষহীন হয়ে পড়ে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2