'যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল'
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০০ পিএম, ১৯ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১২:১৩ পিএম, ১৩ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

ইসরাইল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তা ডগলাস ম্যাকগ্রিগোর। সম্প্রতি একটি সাক্ষাতকারে এমন অভিযোগ করেন তিনি।
ডগলাস ম্যাকগ্রিগোর সম্প্রতি সহকারী মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা সাক্ষাতকারে বলেন, আমরা পিছিয়ে পড়ছি কারণ ইসরাইলের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ইসরাইল, সৌদি এবং অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ফায়দা লুটছেন বলেও সাক্ষাতকারে অভিযোগ করেন ম্যাকগ্রিগোর।