'যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল'
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০০ পিএম, ১৯ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৯:৩১ পিএম, ৭ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

ইসরাইল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তা ডগলাস ম্যাকগ্রিগোর। সম্প্রতি একটি সাক্ষাতকারে এমন অভিযোগ করেন তিনি।
ডগলাস ম্যাকগ্রিগোর সম্প্রতি সহকারী মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা সাক্ষাতকারে বলেন, আমরা পিছিয়ে পড়ছি কারণ ইসরাইলের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ইসরাইল, সৌদি এবং অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ফায়দা লুটছেন বলেও সাক্ষাতকারে অভিযোগ করেন ম্যাকগ্রিগোর।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মরক্কো থেকে নেপাল, লিমা থেকে মাদাগাস্কার: জেন-জি আন্দোলন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

ভারত ভ্রমণে বাধ্যতামূলক করা হলো নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর

ঝড় উপেক্ষা করে ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই

কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু: নিরাপদ প্রমাণে খেয়ে ডাক্তারও অজ্ঞান!
