জেলে মরিয়ম নওয়াজের বাথরুমে ক্যামেরা লাগানোর অভিযোগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৭ পিএম, ১৪ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১০:৫৬ পিএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

নওয়াজ শরীফ পরিবারের বিরুদ্ধে কার্যত ‘উইচ হান্টিং’ চলছে পাকিস্তানে বলে অভিযোগ পাওয়া গেছে। এবার নওয়াজ-কন্যা মরিয়ম নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, জেলে তিনি যে ঘরে ছিলেন এবং যে বাথরুম ব্যবহার করতেন সেখানে ক্যামেরা লাগানো ছিল। খবর এনডিটিভির
এক সাক্ষাৎকারে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বলেন, আমাকে দু’বার জেলে যেতে হয়েছে। আমি নারী হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে সে বিষয়ে যদি বলা শুরু করি তা হলে ওরা মুখ দেখাতে পারবেন না।
অর্থ আত্মসাতের মামলা গত বছর জেল খাটতে হয়েছিল মরিয়মকে। তিনি ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে বলেন, যেভাবে আমার সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে পাকিস্তানে নারীরা কতটা সুরক্ষিত। ভাববেন না মেয়েরা দুর্বল, তা সে পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনও প্রান্ত।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
