জেলে মরিয়ম নওয়াজের বাথরুমে ক্যামেরা লাগানোর অভিযোগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৭ পিএম, ১৪ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৮:৪৪ পিএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

নওয়াজ শরীফ পরিবারের বিরুদ্ধে কার্যত ‘উইচ হান্টিং’ চলছে পাকিস্তানে বলে অভিযোগ পাওয়া গেছে। এবার নওয়াজ-কন্যা মরিয়ম নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, জেলে তিনি যে ঘরে ছিলেন এবং যে বাথরুম ব্যবহার করতেন সেখানে ক্যামেরা লাগানো ছিল। খবর এনডিটিভির
এক সাক্ষাৎকারে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বলেন, আমাকে দু’বার জেলে যেতে হয়েছে। আমি নারী হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে সে বিষয়ে যদি বলা শুরু করি তা হলে ওরা মুখ দেখাতে পারবেন না।
অর্থ আত্মসাতের মামলা গত বছর জেল খাটতে হয়েছিল মরিয়মকে। তিনি ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে বলেন, যেভাবে আমার সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে পাকিস্তানে নারীরা কতটা সুরক্ষিত। ভাববেন না মেয়েরা দুর্বল, তা সে পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনও প্রান্ত।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

যুদ্ধবিমান হারানোর দায় রাজনৈতিক নেতৃত্বের: ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন

এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: ইলন মাস্ক

সিন্ধু পানি চুক্তি নিয়ে হেগের রায়, যা বলছে ভারত ও পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির বৈঠক
