৪ রাত না ঘুমিয়ে হতাা মামলার আসামি ধরলেন এএসপি আশরাফুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪৫ এএম, ১৫ জানুয়ারী,
বুধবার,২০২৫
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৭২ ঘণ্টার অভিযানে রংপুরের পীরগাছা উপজেলায় চাঞ্চল্যকর দেলোয়ার হোসেন (৩০) হত্যা মামলার প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ মে) সন্ধ্যায় রংপুর জেলার (পীরগাছা-কাউনিয়া সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল আলম পলাশের নেতৃত্বে পীরগাছা থানা ও রংপুর জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মিঠাপুকুরের জায়গীরহাট এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এএসপি মো. আশরাফুল আলম পলাশ বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ঘটনাস্থলের কাছে তার বোনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়।
এএসপি আশরাফুল আলম পলাশ বলেন, গ্রেপ্তার ফারুককে আদালতে প্রেরণ করা হয়েছে। সে পুলিশের কাছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৭ মে (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (কসাইটারী) গ্রামের নিজবাড়ি থেকে কুড়ারপার সেতু এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে (৩৬) ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৩৩) পীরগাছা থানায় ফারুক মিয়ার নামোল্লেখসহ সাত থেকে আটজনকে আজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত ফারুকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।