ছেলের জন্মদিনে বন্ধুদের খাওয়াতে ফেনসিডিল এনে বাবা আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৫৫ পিএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলির হাতে আটক হলেন বাবা জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামান।
বুধবার (১১ মে) সকালে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ মে) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের পুত্র জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামানকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানান, মঙ্গলবার (১০ মে) জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তার কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। পরে জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।