avertisements 2

মহানবী (সা.)-কে কটূক্তির মামলায় কবি সোহেল হাসান গালিব রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ০৪:৩৯ পিএম, ২৩ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫

Text

কবি সোহেল হাসান গালিব সংগৃহীত 

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে করা মামলায় কবি সোহেল হাসান গালিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কোতোয়ালি জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবীর। কবি সোহেল হাসান গালিবের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আদালত আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে গতকাল রবিবার পুলিশ সোহেল হাসান গালিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আজ শুনানির দিন ধার্য করেন।

আজ শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

অভিযোগ থেকে জানা যায়, সোহেল হাসান গালিব তার ফেসবুক অ্যাকাউন্টে ‘তৌহিদি জনতা’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। যেখানে তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন।

পরবর্তীতে জানা যায়, সোহেল হাসান গালিবের লেখা ‘আমার খুতবাগুলি’ নামে একটি বই উজান প্রকাশনী নামক এক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। ওই বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ওই কবিতাটি ছাপা হয়েছে। তার লেখা বই শাহবাগ থানাধীন চলমান অমর একুশে বই মেলায় উজান প্রকাশনীর ৬২৩-৬২৪ নম্বর স্টলে বিক্রি করা হচ্ছে। মহানবীর (সা.) প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে মানহানিকর পোস্ট ও পরবর্তীতে প্রকাশিত বইয়ে এরূপ কবিতা থাকায় বাংলাদেশের বিপুল  মুসলিম জনগোষ্টীর মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে যা বই মেলাসহ দেশে যে কোন স্থানে দাঙ্গা হওয়ার উপক্রম হয়। আসামির ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে বিপুল সংখ্যক লোক রিপোর্ট করায় তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেইট হয়।

গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় সোহেল হাসান গালিবকে।

​​

বিষয়:

আরও পড়ুন

avertisements 2