avertisements 2

কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ উধাও, মামলা ডিবিতে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ সেপ্টেম্বর, বুধবার,২০২৩ | আপডেট: ০৯:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

কাস্টমসের সুরক্ষিত গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির মামলা বিমানবন্দর থানা থেকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতেই ডিবিতে সব কিছু হস্তান্তর করা হবে। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেফতারর দেখানো হয়নি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোন এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম ও সাইদুল ইসলাম শাহেদ এবং সহযোগী হিসেবে সিপাই নিয়ামত হাওলাদারকেই এ ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে বলে জানায় ডিএমপি উত্তরা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম। তবে এরা কেউই এ ঘটনায় স্বীকারোক্তি দেয়নি।

এ তিনজনকে ডিউটির সময় ছাড়াও বিভিন্ন সময়ে বিমানবন্দর চত্বরে অবস্থান করার বিষয়টি প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রায় ৫৬ কেজির মতো সোনা খুঁজে পাওয়া যাচ্ছে না কদিন ধরে। সোনার বার ছাড়াও এই তালিকায় ছিল সোনার অলংকার। যে বক্সে এতগুলো সোনা ছিল তা এখন নিখোঁজ। অনেকটাই আশ্চর্যজনক ঘটনা। কীভাবে এত সোনা উধাও হলো সে বিষয়ে মুখ খুলছেন না কাস্টম হাউসের কোনো কর্মকর্তা। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

ঘটনাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদামে ঘটেছে।

পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সোনা চুরির ঘটনা তদন্তে কাজ করছে।

তবে কাস্টমসের এই গুদামে কাস্টমস কর্মকর্তা ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি নেই, এমনকি সুযোগও নেই। সুরক্ষিত এই গুদামে কিছু হারালে কাস্টমসের কারও মাধ্যমেই তা হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2