avertisements 2

রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করলেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:২৪ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অশিক্ষিত, পাগলসহ বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম (হিরো আলম)। অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যাল‌য়ে (ডিবি) প্রায় তিন ঘন্টা অবস্থান শেষে আদালতে মামলা করতে যাচ্ছেন তিনি।

রোববার দুপুরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, আমি ডিবিতে এই নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে এই বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।

মামলায় অশিক্ষিত-পাগলসহ নানা ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছেন তিনি।

হিরো আলম আরও বলেন, আদালত থেকে আমাকে বলা হয়েছে, আগামীকাল সোমবার (০৭ আগস্ট) সকাল ১০টায় মামলার আবেদনের শুনানি হবে। আর এখন মামলার ব্যাপারে এর থেকে বেশি কিছু বলতে চাই না আমি।

প্রসঙ্গত, শনিবার (০৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2