avertisements 2

অধ্যাপক তাহের হত্যায় : মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুলাই,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৫:৪৩ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

 ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার ২ আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কারাগারে তাদের ফাঁসি কার্যকর হয়।

কারাগারের জেলার নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'জেল কোড অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।'

এর আগে সন্ধ্যা থেকেই কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, কারা ফটকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

অধ্যাপক তাহের আহমেদকে ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি হত্যা করা হয় এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ হত্যার ঘটনায় ২০১৩ সালের ২১ এপ্রিল হাইকোর্ট তৎকালীন রাবি শিক্ষক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও অধ্যাপক তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত বছরের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্টের এই রায় বহাল রাখেন।

আসামিদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত চেয়ে জাহাঙ্গীরের ভাই মো. সোহরাব হোসেন একটি রিট আবেদন করলে, সেটি গত ১৭ জুলাই খারিজ করে দেন হাইকোর্ট।

আজ রাতে ২ আসামির ফাঁসি কার্যকরের সময় কারাগারের ডিআইজি প্রিজন, সিনিয়র জেল সুপার ও জেলার ছাড়াও জেলা প্রশাসন, সিভিল সার্জন, মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ২৫ জুলাই দুই আসামির পরিবারের সদস্যরা তাদের সঙ্গে শেষ দেখা করেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2