সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি, ১৪জন কারাগারে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৪:৪৪ পিএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে স্থাপন করা ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে। পশ্চিম সুন্দরবনের নোটাবেকী খাল এলাকায় গাছের গয়ে লাগানো এসব ক্যামেরা চুরি হয়ে যায়। গত বুধবার চুরি হওয়ার বিষয়টি বনবিভাগের নজরে আসে।
এ ঘটনায় চুরির মামলায় ১৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ গণনার কাজ চলছে। সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের গাছের গায়ে ৩শ’ ৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশন এলাকায় ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। কৈখালী ও কদমতলা স্টেশনে ক্যামেরা স্থাপনের জন্য জেলেদের পাশ দেওয়া বন্ধ রয়েছে। কদমতলা স্টেশনের নোটাবেকি অভয়ারন্য এলাকা থেকে সম্প্রতি ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে।
এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী-বন সংরক্ষক (এসিএফ) ইকবাল চৌধুরী জানান, বুধবার ক্যামেরা চুরির বিষয়টি তাদের নজরে আসে। তবে এঘটনায় কারা জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে স্টেশন কর্মকর্তাদের নিবিড় নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি আরো জানান।
তিনি জানান, ক্যামেরা চুরির ঘটনায় গত মঙ্গল ও বুধবার সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ১৪ জেলে ও মাঝিকে আটক করা হয়। পরে সাতক্ষীরা আদালতে দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্তে বন বিভাগের একাধিক দল কাজ করছে।
আসামিরা হলেন জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওহাব, আবুল হোসেন, মো. মহিবুল্লাহ, নুরুল আলম, আব্দুর রহিম, আমজাদ হোসেন, আছাদুল ইসলাম, রিপন হোসেন, বাবর আলী, আমজাদ হোসেন (২), ইউনুস আলী, মুন্নাফ গাজী ও আকবর হোসেন। তারা সবাই শ্যামনগর ও কয়রার বাসিন্দা।