ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, ইসরায়েলজুড়ে সতর্কতা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জুন,সোমবার,২০২৫ | আপডেট: ০৭:২৬ এএম, ১৬ জুলাই,
বুধবার,২০২৫

ইরানের মিসাইল। ফাইল ছবি
ইসরাইলের দিকে ইরান ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জনসাধারণকে সতর্কতা পাওয়ার সাথে সাথে নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক্সে এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার জন্য কাজ করছে।
ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং মধ্য ও দক্ষিণ ইসরাইলে হামলার সতর্কতা জারি করেছে।
এদিকে ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
সোমবার (২৩ জুন) ইসরাইলের সামরিক বাহিনীর হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, দূরনিয়ন্ত্রিত যুদ্ধবিমান ১৫টি ইরানি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি জ্বালানি সরবরাহের উড়োজাহাজ এবং ইরানের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ মডেলের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, বিমানবাহিনী এই বিমানবন্দরগুলো থেকে উড়ান পরিচালনার সক্ষমতা এবং ইরানি সেনাবাহিনীর বিমান শক্তির কার্যক্রম ব্যাহত করেছে।
তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাধ্যতামূলক ছুটিতে
