avertisements 2

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক এর  নব নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১৭ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস  ইন্ক এর নতুন কমিটি গঠিত হয় গেল কয়েক মাস আগে। গত ৪ ডিসেম্বর রোববার নতুন কমিটির সদস্যদের সাথে নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসরত সিলেটিদের পরিচিতি এবং মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিডনির টেম্পি পার্ক সংলগ্ন রিক্রিয়েশন রিজার্ভে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থাপনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার সুমন।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ উনার বক্তৃতা শেষে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন, এবং নতুন প্রজন্মের কাছে সিলেটি সংস্কৃতি ও ইতিহ্যকে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান।

উক্ত সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি নানু মিয়া এবং শামস উদ্দিন লুলু,  সাবেক সভাপতি এ কে এম হেলাল এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান , সংগঠনের আজীবন সদস্য  আনিসুর রহমান লিটু এবং নুর আমিন | সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস লাভলু এবং সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুল হক। । বক্তাগন সিলেটি কমিউনিটির মধ্যে ঐক্য এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি সুন্দর আগামীর প্রত্যাশা রাখেন। নবনির্বাচিত কমিটির সদস্যগণ সুন্দরভাবে সংগঠন পরিচালনার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পরিশেষে সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী উনার বক্তব্যে আগামীতে কমুনিটির সকলের সহযোগিতা   এবং সম্পৃক্ততার  আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করেন|

পরিবার , শিশু , কিশোর আর মুরব্বিদের পদ চারণায় টেম্পি পার্ক যেন হয়ে উটেছিলো এক টুকরো  ছুট্ট সিলেট| অনুষ্ঠানে উপস্থিত সকলের  জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন  ছিল | মধ্যাহ্ন ভোজ সেরেই  সবাই  মেতে উঠেন সিলেটি আড্ডায় । উৎসব মুখর পরিবেশে সুন্দর একটি বিকেল উদযাপন করেন কমিউনিটির সদস্যরা

বিষয়:

আরও পড়ুন

avertisements 2