avertisements 2

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৩:০৭ এএম, ১৫ নভেম্বর,শনিবার,২০২৫

Text

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে এম আল্লামা সিদ্দিকীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।   

বর্তমানে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এম আল্লামা সিদ্দিকী। তিনি দশম বিসিএস ফরেন ক্যাডারের কর্মকর্তা।

এর আগে  তিনি তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া লন্ডন, ইসলামাবাদ, কলকাতা, টোকিওর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এম আল্লামা সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2