avertisements 2

টানাপোড়েন আর কষ্টের এর জীবন থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৭:০৫ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

প্রায় এক দশকের অস্ট্রেলিয়ায়  ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। আর লেবার নেতা অ্যান্থনি অ্যালবানিজি হতে যাচ্ছেন পরবর্তী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ।


কে এই অ্যালবানিজি?

৫৯ বছর বয়সী অ্যালবানিজি ‘অ্যালবো’ নামে পরিচিত। তিনি বড় হয়েছেন কষ্ট করে । ছোট বয়সে বা কিশোর বয়সে বাবাকে পাননি তিনি।  ফলে সরকারী ব্যবস্থাপনায় বাড়িতে একা মায়ের সঙ্গে থেকেছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া অ্যালবানিজি। তার ভরণ পোষণ চলেছে অসুস্হ মায়ের সরকারী সহায়তা প্রতিবন্ধি ভাতা দিয়ে। সীমিত এই অর্থ দিয়ে সংসার চালাতে তার মাকে বেশ বেগ পেতে হতো।

অ্যালবানিজি মনে করত তার বাবা তার জন্মের আগেই মারা যান। কিন্তু কৈশোর বয়সে পা দেওয়ার পর জানতে পারেন, ইউরোপে ভ্রমণের সময় তার মা আসলে একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান। 

অবশেষে তিন দশক পর ইতালিতে তার বাবা কার্লো অ্যালবানিজিকে খুজে বের করেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে দেখা করেন বাবা ও তার সৎ ভাই-বোনদের সঙ্গে।

 অ্যান্থনি অ্যালবানিজি  প্রায় প্রতিটি ভাষনে বলেন তার মায়ের জন্য তিনি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

মায়ের প্রচেষ্টায় অ্যান্থনি অ্যালবানিজি তার পরিবারের প্রথম সদস্য হিসেবে স্কুলের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন।

রাজনৈতিকভাবে  অ্যান্থনি অ্যালবানিজি ২৫ বছর যাবত সংসদ সদস্য হচ্ছেন। ২০১৯ সালে লেবার পার্টির নেতা ও অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতা হন তিনি।

১৯৯৬ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালে লেবার পার্টি যখন ক্ষমতায় এসেছিল তখন অ্যান্থনি আলবানিজ সড়ক ও অবকাঠামো এবং ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদের শেষের দিকে উপ প্রধানমন্ত্রী হয়েছিলেন। 

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2