অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন 'ম্যাঙ্গা'
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ মে,সোমবার,২০২০ | আপডেট: ০৮:৩৫ পিএম, ১৭ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

মাত্র কয়েকদিন আগেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ। সেই রেশ কাটতে না কাটতেই এবার অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হানতে শুরু করেছে আরেক শক্তিশালী সাইক্লোন ম্যাঙ্গা। এরই মধ্যেই এর প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার অন্তত ১৮ হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে, পার্থ মেট্রোপলিটন এলাকার অন্তত সাড়ে ছয় হাজার বাড়িঘরের ওপর আঘাত হানছে ম্যাঙ্গা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসওয়াটার, বাসেনডিন, অ্যাশফিল্ড শহরের পূর্বাঞ্চল। এছাড়া হিলসের সয়ারস ভ্যালে ও মাউন্ট হেলেনার ওপরও আঘাত হানছে এ সাইক্লোন। অস্ট্রেলিয়ার দমকল ও জরুরি সেবা বিভাগের (ডিএফইএস) ভারপ্রাপ্ত সহকারী কমিশনার জন ব্রুমহল জানিয়েছেন, এ ধরনের ঝড় প্রতি দশকে একবার দেখা যায়।
এখানকার ঝড়গুলো সাধারণত দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসে। এবারেরটা আসছে উত্তর-পশ্চিম থেকে। সাইক্লোন ম্যাঙ্গার প্রভাবে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো। কিছু কিছু এলাকায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে। রোববার শুরু হওয়া এ সাইক্লোন সোমবার পর্যন্ত তাণ্ডব চালাতে পারে বলে জানানো হয়েছে। সূত্র- এবিসি নিউজ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ
