আবার ও আগুনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, ক্যানবেরাতে জরুরি অবস্থা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২০ | আপডেট: ০২:৪৬ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া দাবানলের কবলে৷১০০ কোটির মতো প্রাণি মারা গেছে, ৩৩জন মানুষেরও প্রাণ গেছে তাতে৷ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ বনাঞ্চল৷ এখনো দেশের বিভিন্ন স্থানে ১০০টির মতো আগুন জ্বলছে৷ তার মধ্যে ৫৮টি জ্বলছে নিউ সাউথ ওয়েলসে, ২০টি ভিক্টোরিয়া রাজ্যে এবং ২০টি সাউথ অস্ট্রেলিয়ায়৷
দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত ডিসেম্বরে নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছিল৷ তারপর এক মাসেরও বেশি সময় পার হলেও আগুন নেভেনি৷ এখনো সেই রাজ্যই সবচেয়ে বেশি বিপর্যস্ত৷ আগুন ছড়িয়েছিল সেপ্টেম্বরে৷ দীর্ঘ পাঁচ মাস ধরে জ্বলতে থাকা এ আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না৷ বৃষ্টিও নেভাতে পারেনি এ আগুন৷ বরং বিশাল এলাকা জুড়ে তা ছড়াচ্ছে৷
আরো দুই মাস এ আগুন জ্বলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ বরং এখন রাজধানী ক্যানবেরার দিকেও এগিয়ে আসতে শুরু করেছে আগুন৷ শুক্রবার তাই অস্ট্রেলিয়ান ক্যাপিটেল টেরিটোরি (এসিটি), অর্থাৎ ক্যানবেরা এবং তার আশপাশের এলাকাতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ নিয়ম অনুযায়ী তিন দিন, অর্থাৎ ৭২ ঘণ্টা থাকবে এই জরুরি অবস্থা৷ ২০০৩ সালের পর এই প্রথম রাজধানীতেও জরুরি অবস্থা ঘোষণা করা হলো৷ সেবার রাজধানীর আশপাশে আগুনে প্রাণ গিয়েছিল চার জনের, পুড়েছিল ৪৭০টি ঘর৷ ডয়েচ ভেল
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
