avertisements 2

অস্ট্রেলিয়ায় বৃষ্টি: দাবানল নিভলেও বন্যার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২০ | আপডেট: ০২:৪৬ এএম, ৩০ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। তবে দেশটিতে ঝড় ও ভারি বৃষ্টিপাত সেপ্টেম্বর থেকে জ্বলতে থাকা দাবানল নেভাতে কিছুটা সাহায্য করলেও দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে এবার বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার দাবানল কবলিত ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড রাজ্যে গত কয়েকদিন ধরে প্রবল ঝড় ও ভারি বৃষ্টিপাত হয়।

আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় দাবানলের সংখ্যা একশ থেকে ৭৫ এ নেমে এসেছে। এতে স্বস্তি প্রকাশ করেন ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীরা। তবে বেশ কিছু অঞ্চলে পানি জমে বন্যার আশঙ্কা করা হচ্ছে।   বন্যার আশঙ্কায় নিউ সাউথ ওয়েলসে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আগামী সপ্তাহেও ভারি বর্ষণ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়া কুইন্সল্যান্ডে গত কয়েকমাসের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্যের প্রধান প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2