অস্ট্রেলিয়ার ডাকটিকিটে হিজাবি চিকিৎসক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৪১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
এক বছর যাবত বৈশ্বিক করোনা মহামারিতে থমকে আছে পুরো বিশ্ব। এমন সময় সবার সুরক্ষায় কাজ করছেন সম্মুখ সারির যোদ্ধাদারা। এবার তাঁদের সম্মানে বিশেষ ডাক টিকেট অবমুক্ত করেছে অস্ট্রেলিয়া। এতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে হিজাবি চিকিৎসকের ছবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মানুষের জীবন সুরক্ষা স্বাস্থ্যকর্মী, দেশ ও সমাজকে নিরাপত্তা দিয়েছেন সামরিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এবং অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন শিক্ষকরা। এ ছাড়া অনলাইনভিত্তিক খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে পাশে থেকেছেন সুপার মার্কেট ও সরবরাহকারী কর্মীরা।
অস্ট্রেলিয়া পোস্টের নির্বাহী ব্যবস্থাপক নিকোল শেফিল্ড জানান, দেশের সার্বিক কার্যক্রম চালু রাখতে প্রতিদিনের যোদ্ধাদের প্রতীকী ছবি দিয়ে ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় মোট জনসংখ্যার শতকরা ২.১১ ভাগ মুসলিম। করোনাকালের এক বছরে অনেক মুসলিম চিকিৎসক সম্মুখ সারির চিকিৎসক হিসেবে কাজ করেছেন।
সূত্র : ক্যানবেরা উইকলি।