গুগল অস্ট্রেলিয়া ছেড়ে গেলে মাইক্রোসফট বিং নিয়ে প্রস্তুত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৫ এএম, ২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:০৬ পিএম, ৮ আগস্ট,শুক্রবার,২০২৫

প্রকাশনাকে অর্থ দেওয়া প্রশ্নে অস্ট্রেলিয়া থেকে নিজেদের সার্চ সেবা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলো গুগল। এবার সে সুযোগ কাজে লাগাতে চাইছে মাইক্রোসফট। নিজেদের সার্চ সেবা বিং অস্ট্রেলিয়ার সার্চ চাহিদা পূরণ করতে পারবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।
সোমবার মাইক্রোসফটের খবরটি জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়া নতুন আইন তৈরি করেছে। ওই আইনের আওতায় ইন্টারনেট জায়ান্ট গুগল এবং সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুককে স্থানীয় প্রকাশকদেরকে অর্থ দিতে হবে।
বড় প্রযুক্তি জায়ান্টরা আইনটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের ভাষ্যে, আইনটি ‘বাস্তবসম্মত নয়’। নীতিমালা কার্যকর হলে অস্ট্রেলিয়া থেকে নিজেদের পরিষেবাগুলো সেবা সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছে গুগল। এর মধ্যে গুগল সার্চও রয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পের তথ্য অনুসারে, অস্ট্রেলিয়া সার্চ বাজারের ৯৪ শতাংশই রয়েছে গুগলের দখলে।
মাইক্রোসফট প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা নতুন নিয়মের ব্যাপারে মরিসনের সঙ্গে কথা বলেছেন। সোমবার মরিসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা বিং নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রস্তুত।
“আমি আপনাদের জানাতে পারি, মাইক্রোসফট অনেকটাই আত্মবিশ্বাসী, যখন আমার সাত্যিয়ার সঙ্গে কথা হয়েছে। আমরা শুধু ডিজিটাল বিশ্বের নিয়মকে বাস্তব বিশ্বের নিয়মের মতো একই রকম করতে চাচ্ছি।” – বলেছেন মরিসন।
আলোচনা হওয়ার খবর নিশ্চিত করেছেন এক মাইক্রোসফট মুখপাত্র। তবে, এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
গুগল প্রতিনিধি এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়
