avertisements 2

অস্ট্রেলিয়ায় সিডনিতে আগামী ১৮ মে ন্যাশনাল কোরআন কম্পিটিশন অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মে,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:০৯ পিএম, ৬ অক্টোবর,রবিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়া প্রবাসীদের সামাজিক সংগঠন ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল, আইপিডিসি’র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান আল তাজকিরাহ ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার উদ্যোগে চলতি বছর রমজান মাসে পুরো অস্ট্রেলিয়া জুড়ে বিভিন্ন স্টেটে মুসলিম শিশু কিশোরদের জন্য কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। বয়স ও শ্রেণীভিত্তিক চারটি গ্রুপে আয়োজিত এই কোরআন প্রতিযোগিতায় পবিত্র কোরআন শরীফের নির্ধারিত অংশ মুখস্ত তেলাওয়াতে অংশ নেয় বিপুলসংখ্যক প্রতিযোগি। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেশ কয়েকজন স্বনামধন্য আলেমে দ্বীন। বিভিন্ন স্টেটের বিজয়ীদের অংশগ্রহণে সিডনিতে এবার আয়োজিত হতে যাচ্ছে ন্যাশনাল কোরআন কম্পিটিশন ২০২৪ পর্ব। 

আগামী ১৮ মে ২০২৪ তারিখ শনিবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সিডনির ব্যাংকসটাউন এলাকায় অবস্থিত ব্রায়ান ব্রাউন থিয়েটার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হবে। একইদিন দুপুর দুইটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠান আল তাজকিরা ইনস্টিটিউট। এই ন্যাশনাল কোরআন কম্পিটিশনে প্রথম স্থান অধিকারীকে তিন হাজার ডলার, দ্বিতীয় স্থান অধিকারীকে দুই হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে এক হাজার ডলার পুরস্কার সহ বিভিন্ন পর্বের বিজয়ীদেরকে অন্যান্য আরো পুরস্কার প্রদান করা হবে। 

এ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইবরাহিম আবু মুহাম্মদ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রেসিডেন্ট শায়খ শাদী আল সুলাইমান, আইপিডিসি’র সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম, আরিফুর রহমান সহ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক নেতৃবৃন্দ। প্রবাসী বাংলাদেশী পরিবারগুলোকে তাদের শিশু কিশোর সন্তানসহ এই চমৎকার আয়োজনে অংশ নেয়ার এবং শিক্ষণীয় অভিজ্ঞতা অর্জনের অনুরোধ জানিয়েছে আয়োজনকারী সংগঠন আইপিডিসি’র পক্ষ থেকে আল তাজকিরাহ ইনস্টিটিউট। 
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2