avertisements 2

এক যুগ পর নিউ সাউথ ওয়েলসের ক্ষমতায় লেবার পার্টি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:৪০ পিএম, ৯ মে,শুক্রবার,২০২৫

Text

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য নির্বাচন বড় জয় পেয়েছে লেবার পার্টি। এর মধ্যদিয়ে প্রায় ১২ বছর পর এ রাজ্যে ক্ষমতায় ফিরছে দলটি।  ইতিমধ্যে লেবার নেতা ক্রিস মিনস প্রিমিয়ার হিসাবে শপথ নিয়েছেন। 
গত শুক্রবার (২৪ মার্চ) লেবার পার্টির ঘাঁটি খ্যাত নিউ সাউথ ওয়েলস রাজ্যে  ৫৮তম রাজ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে লেবার পার্টি। টানা তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকার পর পরাজিত হয়েছে দেশটির প্রধান বিরোধী দল লিবারেল পার্টি।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলের ঘোষণা না হলেওমোট ৯৩টি আসনের মধ্যে  ৪৫টি আসনে জয়লাভ করেছে লেবার পার্টি। সরকার গঠনে দরকার ৪৭টি আসন। অন্যদিকে লিবারেল পার্টি পেয়েছে ৩২ টি আসন। ৫টি আসনে ভোট গননা এখনো চলছে।

এ হারের মাধ্যমে দেশটির ফেডারেল সরকার থেকে শুরু করে মূল ভূখণ্ডে সব ক্ষমতা হারাল লিবারেল পার্টি। শুধুমাত্র দ্বীপরাজ্য তাসমানিয়ায় লিবারেল জোট দলের সরকার থাকল।

এবারের নির্বাচনের শেষে রাজ্যের প্রিমিয়ার লিবারেল নেতা  ডমিনিক পোরেটট পরাজয় মেনে নিয়েছেন। সেই সঙ্গে নিউ সাউথ ওয়েলস লিবারেল দলের নেতার পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন।ক্রিস মিনস হচ্ছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের ৪৭তম  প্রিমিয়ার।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2