সিডনিতে বন্ধ গাড়িতে দম আটকে বাংলাদেশী বংশোদ্ভূত শিশুর করুন মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:১৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গাড়ির মধ্যেই আটকে থেকে দমবন্ধ হয়ে মৃত্যু হল বাংলাদেশী বংশোদ্ভূত শিশুর । আজ বৃহস্পতিবার দুপুরে সিডনির গ্লেনফিল্ডে রেলওয়ে স্টেশনের কাছে এই দূর্ঘটনা ঘটে। শিশুটির বয়স ৩ বছর। বাচ্চাটা ঠিক কতক্ষন ছিল তার সঠিক তথ্য না জানা গেলে ও দুপুর তিনটা পুলিশ, জরুরী সেবার কর্মীরা এসে গাড়ীর জানালা ভেঙ্গে ছেলেটির মৃত দেহ উদ্ধার করে এই সময় গাড়ির কাছে শিশুটির বাবাকে চিৎকার করে কান্না করতে দেখা যায় । অতিরিক্ত তাপমাত্রার কারণে বাচ্চাটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ তবে সঠিক কারন জানতে তদন্ত অব্যাহত রেখেছে এবং শিশুটির পিতাকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা এনআরএমএ এর আগে যেকোনও অবস্হায় গাড়ির ভিতরে শিশু বা পোষা প্রাণী না রাখার ব্যাপারে সতর্ক করেছে।
তারা বলেছে যে একটি গরম গাড়ির ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার প্রায় দ্বিগুণ হতে পারে এবং একটি শিশু বা পোষা প্রাণীকে ভিতরে লক করা থাকলে অল্প সময়ের মধ্যে গুরুতর ভাবে অসুস্থ এবং মৃত্যুর কারণ হতে পারে।
অ্যাসোসিয়েশন গত বছর বদ্ধ গাড়ী থেকে বাচ্চাদের এবং পোষা প্রাণীদের উদ্ধারের জন্য এক দশক সবচেয়ে বেশী সংখ্যক ৪২৬৫ টি আবেদন পেয়েছে যার বেশিরভাগই দুর্ঘটনাজনিত ছিল।