avertisements 2

কিছুটা চাপ থাকলেও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

কিছুটা চাপ থাকলেও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে। তাই অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৭ শতাংশের ওপরে। সকালে সেইফকন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

রাজধানীর একটি কনভেনশন সেন্টার শুরু হয়েছে তিন দিনের প্রদর্শনী। অবকাঠামো, নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং পানি ব্যব্যস্থাপনার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রদর্শনীতে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজনে উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াবে। প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে বিদ্যুৎ, জ্বালানি এবং পানির ব্যবহার কমিয়ে আনবে। ড. শামসুল আলম বলেন, অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে রফতানি বাড়াতে হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2