ওয়াসা ভবনের তিনতলা থেকে দোতালায় নামতেই উধাও ১৩২ কোটি টাকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:১৬ এএম, ২৪ জানুয়ারী,শুক্রবার,২০২৫
ওয়াসা ভবনের তিন তলা থেকে দোতালার জনতা ব্যাংকে নামার পথেই উধাও ১৩২ কোটি টাকা। কোথায় গেলো বিশাল অংকের এই টাকা? আর, ব্যাংক একাউন্টে সঞ্চিত টাকা থেকে ৪৪ কোটি টাকা কে বা কারা তুলে ওয়াসার কর্মচারী সমবায় সমিতির তহবিল থেকে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে একাত্তর।
পানির বিল আদায় বাড়াতে ওয়াসা কর্মচারী সমবায় বহুমুখী সমিতিকে ঠিকাদার নিয়োগ করেছিল ঢাকা ওয়াসা। প্রতি একশ’ টাকায় ১০ টাকা হারে কমিশন হিসাবে পেতো এই সমিতি।২০১৮-১৯ অর্থবছরে পানি ও সুয়ারেজ বিল বাবদ ১৩০৬ কোটি টাকা আদায় হওয়ায় ঢাকা ওয়াসা থেকে ওই বছরে সমবায় সমিতি কমিশন হিসেবে পেয়েছে ১৩০ কোটি টাকা।
প্রতি বছর গড়ে ১০০ কোটি টাকার কমিশন পেলেও, সমিতির নিজস্ব জনবলসহ বিভিন্ন খাতে খরচ হতো মোট আয়ের মাত্র দুই ভাগ। বাকি আট ভাগ লভ্যাংশ আকারে বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে ওয়াসার কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে।
কিন্তু শত শত কোটি টাকা থাকার পরও পাঁচ বছর ধরে লভ্যাংশ দিচ্ছে না সমিতি। জুলাই ২০১৭ থেকে জুন ২০১৮ পর্যন্ত বকেয়াসহ কমিশন বাবদ সমিতিকে ১৩৪ কোটি টাকা দিয়েছে ওয়াসা।
অবাক হলেও সত্য, ওয়াসা ভবনের তিনতলা থেকে চেকগুলো দোতালায় জনতা ব্যাংকের শাখায় পৌঁছানোর পথেই উধাও হয়ে গেছে ১৩২ কোটি টাকা। এখানেই শেষ নয়, ওয়াসা কর্মচারী সমবায় বহুমুখী সমিতির আগের সঞ্চিত তহবিল থেকে কমিটির অনুমোদন ছাড়াই অবৈধভাবে তুলে নেয়া হয়েছে ৪৪ কোটি টাকা।
অভিযোগ রয়েছে, জনতা ব্যাংকের সাবেক শাখা প্রধান শ্যামল বিশ্বাসের সাথে ব্যাংক লেনদেনের দায়িত্বপ্রাপ্ত ওয়াসার কর্মচারী সমিতির অন্তর্র্বতীকালীন চেয়ারম্যান আক্তারুজ্জামান ও মিজানুর রহমানসহ তখনকার কয়েকজন জড়িত এসব অনিয়মের সাথে।
আর সেই অনিয়ম ধামাচাপা দিতেই ব্যাংক ও ওয়াসা কর্তৃপক্ষ টালবাহানা করছে ব্যাংক একাউন্ট বুঝিয়ে দিতে নতুন কমিটির কাছে। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ব্যাংকের বর্তমান শাখা প্রধান ও অ্যাকাউন্ট পরিচালনাকারী সমিতির সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান।জনগণের বিশাল অংকের টাকা তসরুপ ঠেকাতে উদ্যোগ নেয়ার বদলে দুর্নীতিবাজদের রক্ষা করার অভিযোগ রয়েছে ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে।