avertisements 2

ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ, খুশি চাষীরা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ডিসেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ১২:১৮ এএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২

Text

চলতি মৌসুমে দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং তাদের চাষে উদ্বুদ্ধ করতে বিদেশ থেকে পণ্যটি আমদানির অনুমতি বা আইপি বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার পেঁয়াজের আইপি দেয়া বন্ধ করে দেয়ায় মঙ্গলবার তা কার্যকর হয় হিলি স্থলবন্দরে।

তবে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা আগেই ৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজের আইপি নিয়ে রেখেছেন, তা বন্দর দিয়ে আসা অব্যাহত থাকবে। বিষয়টি নিশ্চিত করে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, সরকার আইপি দেয়া ২০ ডিসেম্বর থেকে বন্ধ করে দিয়েছে। আজকে মঙ্গলবার আইপি করতে গিয়ে বিষয়টি জেনেছেন তারা।

এর আগে গত বছর একই সময়ে পেঁয়াজের আইপি বন্ধ করে দেয়া হয়েছিল জানিয়ে তারা বলছেন, আগের ৫০ হাজার টন পেঁয়াজের আইপি থাকায় ২-৩ মাস পর্যন্ত পণ্যটি আসা অব্যাহত থাকবে। দেশি নতুন পেঁয়াজ বাজারে চলে আসায় দাম ও চাহিদা কমেছে ভারতীয় পণ্যটির। তাই আইপি বন্ধ করায় পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা নেই।

indian onion truc

এ বিষয়ে হিলি বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, পেঁয়াজের আইপি বন্ধের নির্দেশনা এখনো অফিসিয়ালি পাননি তারা। তবে ২০ ডিসেম্বর থেকে আইপি দেয়া বন্ধ করার কথা শুনেছেন। মঙ্গলবার সকাল থেকে এ সংক্রান্ত সার্ভার বন্ধ দেখাচ্ছে।

এ ঘটনায় গেলোবারের মতো এবারও দেশীয় পেঁয়াজ চাষীরা তাদের কষ্টার্জিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার আশা করছেন। তাদের মুখে রীতিমতো খুশির হাসি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2