avertisements 2

এবার ২০০ কোটি ফেরত দিতে ধামাকাকে আল্টিমেটাম

এবার ২০০ কোটি ফেরত দিতে ধামাকাকে আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১০:৫৭ পিএম, ৫ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

এবার দৃশ্যপটে হাজির আরও এক ই-কর্মার্স প্রতিষ্ঠান। যার নাম, ধামাকা শপিং ডটকম। এই প্রতিষ্ঠানটির কাছে বিক্রেতাদের পাওনার পরিমাণ ২০০ কোটি টাকা।

শনিবার, রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে পাঁচ দিনে মধ্যে পাওনা দাবি করেছে বিক্রেতারা। 

বিক্রেতাদের সংগঠন ধামাকা শপিং ডটকম সেলার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমন একথা জানান। তিনি বলেন, এই সময়ের মধ্যে ধামাকার ৬৫০ জন বিক্রেতার ২০০ কোটি এবং তিন লাখেরও বেশি গ্রাহকের পাওনা ১০০ ফেরত না দিলে আইনের পথে যাবেন তারা। 

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের গণযোগাযোগ সম্পাদক জাহিদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, মাইক্রোট্রেড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সঙ্গে তারা ২০২০ সালের ডিসেম্বর মাসে সেলার হিসেবে চুক্তিবদ্ধ হন। 

এ রকম চুক্তিবদ্ধ সেলার বা মার্চেন্টের সংখ্যা ৬৫০ জন। তাদের সঙ্গে সরাসরি ব্যবসায় সম্পৃক্ত আছেন তিন লাখেরও বেশি গ্রাহক। এসব গ্রাহকদের লক্ষাধিক ডেলিভারি মাইক্রোট্রেড গ্রুপের কাছে পেন্ডিং পড়ে আছে। যার পুরো টাকা কোম্পানিকে অগ্রিম পরিশোধ করা হয়েছে।

তিন লক্ষের বেশি গ্রাহকের এক লক্ষের বেশি অর্ডারের মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এছাড়াও মাইক্রোট্রেড গ্রুপের কাছে ৬৫০ জন মার্চেন্টের পাওনা টাকার পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। 

বিভিন্ন সময় মাইক্রোট্রেড গ্রুপের চেয়ারম্যান ডা. মোজতবা আলী এবং ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিশতী টাকা পরিশোধের কথা বলেও এখন পর্যন্ত গ্রাহকদের অর্ডার করা মালামাল ডেলিভারি বা টাকা ফেরত দেয়নি।

সেলারদের পাওনা টাকা উদ্ধারে বার বার চেষ্টা করে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারলেও মালিকদের কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি। কোম্পানির চেয়ারম্যান ভার্চুয়ালি কয়েকবার মিটিং করে টাকা পরিশোধের কথা বললেও এখনও সেটা করেননি বলে দাবি করেন বিক্রেতারা। 

পাওনা টাকা পরিশোধে ধামাকা শপিং ডটকমকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়ে বিক্রেতারা বলেছেন, অন্যথায় বিনিয়োগ করা ৩০০ কোটি টাকা আদায়ের জন্য কোম্পানির মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা।  

বিষয়:

আরও পড়ুন

avertisements 2