avertisements 2

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা লুট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৩:০২ এএম, ১৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫

Text

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ভূঁইয়া জানান, সেখানকার ঢাকা ব্যাংকের শাখায় ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা গরমিল পাওয়া গেছে। দায়িত্বে থাকা দুজনকে সন্দেহভাজন হিসেবে পুলিশে দিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসাব পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- শাখার ম্যানেজার অপারেশন ইমরান আহমেদ ও ক্যাশ ইনচার্জ সিনিয়র অফিসার রিফাতুল হক । বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ নিউজবাংলাকে জানান, দুজনকে আটকের পর আজকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ওই শাখায় ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা গরমিল পাওয়া যায়। দায়িত্বে থাকা দুজনকে সন্দেহভাজন হিসেবে পুলিশে দিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।’

ঢাকা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘যতটুকু মনে হচ্ছে হিসেবের গরমিলের ঘটনা ঘটেছে। তদন্তের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এখন মামলাটা তদন্তাধীন আছে। চুরি বলা যাবে না। হিসাব দিতে পারছে না, তাই থানায় দেয়া হয়েছে। রাতারাতি এতগুলোটাকা সরিয়ে ফেলা সম্ভব না।

‘বৃহস্পতিবারের ঘটনা। নিয়ম হচ্ছে সারাদিন লেনদেন করে হিসাব মেলাতে হবে। কিন্তু হিসাব না মিললে তো জিজ্ঞাসাবাদ করতে হবেই। ক্যাশ ইনচার্যকেই শুধু থানায় নেয়া হয়েছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2