avertisements 2

আমাকে বলবেন না কোনকিছু পরিবর্তন করা যায় না- বাইডেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩১ এএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:১৫ এএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নিয়েই বললেন- হেল্প মি গড। ঈশ্বর আমাকে সাহায্য করুন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। তিনি হলেন এ যাবতকালের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট। বাইডেনকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ নেয়ার পর তিনি জাতির উদ্দেশে প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে বলেন, আমরা আবার জানলাম গণতন্ত্র মূল্যবান। গণতন্ত্র অবশ্যই আসবে।

জনগণের কন্ঠস্বরকে শোনা হয়েছে। তাদের ইচ্ছার কথা শোনা হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে। দেশের ভিতর সন্ত্রাসকে আমরা পরাজিত করবো। আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে চাই। সবার জন্য ন্যায়বিচারের স্বপ্ন আর দূরে থাকবে না। আমরা শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এবং আভ্যন্তরীণ সন্ত্রাসকে অবশ্যই মোকাবিলা করবো। আমি যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবো এবং দেশকে ঐক্যবদ্ধ করবো। একজন অন্যের প্রতি সম্মান দেখাবো। তিক্ততা এবং চরমপন্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান জো বাইডেন। সমাজে আরো বেশি পারস্পরিক শ্রদ্ধাবোধের আহ্বান জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের মহত্মের জন্য ঐক্য প্রয়োজন। হাউকাউ, চিৎকার বন্ধ করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি। বলেন, ঐক্য ছাড়া শান্তি আসে না। বাইডেন বলেন, আমরা আমাদের জোটের সঙ্গে আবার যুক্ত হবো। বিশ্বের সঙ্গে যুক্ত হবো। এই বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ এবং নারী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের প্রশংসা করেন। বলেন, ১০৮ বছর আগে আমরা এখানে অবস্থান করছিলাম, হাজার হাজার বিক্ষোভকারী সাহসী নারীদের ভোটের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছিল। আমরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম একজন নারী কমালা হ্যারিসের শপথ অনুষ্ঠান দেখলাম। আমাকে বলবেন না, কোনো কিছু পরিবর্তন করা যায় না।

বিষয়: বাইডেন

আরও পড়ুন

avertisements 2