avertisements 2

পরবর্তী মহামা’রির জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে : ডাব্লিউএইচও

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৮ পিএম, ৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৬:৪৮ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

আট মাস ধরে বৈশ্বিক ম’হামারি করোনাভাই’রাসে ব্যতিব্যস্ত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরিবাইসাস বলেছেন, বিশ্বকে অবশ্যই পরবর্তী মহা’মারীর জন্য আরও ভালভাবে প্রস্তুত থাকতে হবে। এমনকি দেশগুলোকে জনস্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে গতকাল তিনি এসব কথা বলেন।

করোনা থেকে উত্তরণের পর আবার সংক্র’মণের শিকার হচ্ছে বিভিন্ন দেশ। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ আক্রা’ন্ত হচ্ছে প্রাণঘা’তী এই ভাই’রাসে। মা’রা যাচ্ছে হাজারে হাজারে। এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বকে পরবর্তী মহামা’রির জন্য প্রস্তুত থাকতে।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘এটাই (করোনা) শেষ মহামা’রি নয়। ইতিহাস থেকে জানা যায় মহামা’রীর প্রাদুর্ভাবই জীবনের মূল্য বুঝতে শেখায়। সুতরাং পরবর্তী মহামা’রী আসার আগে বিশ্বকে সেটার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এই সময়ের চেয়েও বেশি প্রস্তুত থাকতে হবে’।

মহামা’রি করোনাভাই’রাসে এ পর্যন্ত ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার মানুষ আক্রা’ন্ত হয়েছে। আর মা’রা গেছে ৮ লাখ ৯৬ হাজার ৮৪৪ জন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2