avertisements 2

৫-১২ বছরের শিশুদের করোনার টিকা শুরু জুলাইয়ের শেষে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুন, বুধবার,২০২২ | আপডেট: ১০:৩৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

প্রতীকী ছবি

শিশুদের করোনার টিকা জুলাইয়ের শেষে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের টিকা কার্যক্রম হাতে নিয়েছি। শিশুদের জন্য করোনার টিকা জুলাই মাসের মধ্যভাগে পেয়ে যাব। এটি হাতে এলে জুলাইয়ের শেষে টিকা কার্যক্রম শুরু করতে পারব ৫-১২ বছরের শিশুদের জন্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনার বৃদ্ধির হার গত ১৫ দিন অনেক কম ছিল। এখন অনেক বেশি। এটার লাগাম টেনে ধরতে চাই। আমাদের একার পক্ষে সম্ভব নয়। জনগণের সচেতনতা দরকার। মাস্ক পরিধান করা জরুরি। সেটি হলে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এপিএ চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, টিকা দেয়া ও করোনা নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জনবল নিয়োগও গুরুত্বপূর্ণ কাজ। এজন্য পরিকল্পনা নিতে হবে। এরপর মাঠে নামতে হবে।

ডি- এইচএ

বিষয়:

আরও পড়ুন

avertisements 2