"অপারেশন বা সার্জারি ছাড়াই সারবে ব্যথা"
সপ্তম বছরে পদার্পন করলো শিওরসেল মেডিকেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১১:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
অধিকাংশ মানুষই কোনো না কোনো বয়সে হাঁটুর ব্যথায় ভোগেন। বিভিন্ন কারনেই আমাদের শরীরে এসব ব্যথা অনুভব হতে পারে। সঠিক চিকিৎসার অভাব ও অবহেলার কারণে দিন দিন এই সমস্যাগুলো আমাদের বেড়ে যায়। আর দীর্ঘদিন ধরে আস্থা ও সাফল্যের সাথে এ সকল ব্যথা জনিত সমস্যা গুলোর অপারেশন ও ঔষধ বিহীন চিকিৎসা করে আসছে ঢাকার গুলশান ১ এ অবস্থিত শিওরসেল মেডিকেল।
২০২৩ সালের শুরুতে প্রতিষ্ঠানটি পদার্পণ করে তাদের সপ্তম প্রতিষ্ঠা বর্ষে। এ উপলক্ষে শিওরসেল মেডিকেল এ আয়োজন করা হয়েছিল এক “মত বিনিময় ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান”। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন গন্যমান্য ও সুশীল ব্যাক্তিবর্গ, যারা ইতিমধ্যেই এখান থেকে চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করেছেন। উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসর) এম নুর উদ্দিন খান, ব্যারিস্টার তানিয়া আমির, গাইনি বিষয়ক অধ্যাপিকা ডাঃ রওশন আরা বেগম, ঢাকা বিশ্ববিদ্দালয়ের অধ্যাপিকা রওশন আরা ফিরোজ, সম্পাদক ও রাজনীতিবিদ শওকত মাহমুদ, এসবিএসই ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির উদ্দিন সহ আরও অনেকে। উপস্থিত অতিথিরা শিওরসেল মেডিকেল এর চিকিৎসার সাফল্য প্রসঙ্গে মত বিনিময় করেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করেন।
প্রতিষ্ঠানের পরিচালক ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ এ.কে.এম. মহিউদ্দিন বলেন, "রিজেনারেটিভ মেডিসিন" এর মাধ্যমে হাঁটু ব্যথা, অস্টিও-আরথ্রাইটিস, কোমর ব্যথা, ফ্রোজেন শোল্ডার, মেনিস্কাস, লিগামেন্ট ইনজুরি, হিপ জয়েন্ট এভিএন, সহ নানা ধরনের অস্থিসন্ধির চিকিৎসা করা যায় কোনো রকম অপারেশন বা ওষুধ ছাড়াই।
শিওরসেল মেডিকেল বাংলাদেশে একটি অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান। অর্থোপেডিক চিকিৎসার পাশাপাশি শিওরসেল মেডিকেল পুষ্টি বিষয়ে পরামর্শ, ফিজিওথেরাপি, আকুপাংচার, ডার্মাটোলজী, সাইকোলজী, ডেন্টাল, প্যথোলজী, রেডিওলোজী এবং হাইপারবেরিক অক্সিজেন থেরাপি এর মতো অত্যাধুনিক চিকিৎসা সুবিধাও দিয়ে থাকে বলে জানান তিনি। এতে আরও বক্তব্য রাখনে শিওরসেল ডিরেক্টর তৌহিদ ইকবাল।
শিওরসেল মেডিকেল ইতিমধ্যে ২২০০০ রোগীর সঠিক চিকিৎসার মাধ্যমে জীবনমান এর উন্নয়ন সাধন করেছে এবং ১২৩০০ এর অধিক সফল স্টেম সেল ও পি আর পি চিকিৎসা সম্পন্ন করেছে।