avertisements 2

জেলা পরিষদের সদস্য হলেন বিএনপি সভাপতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

জেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাটে (৯নং ওয়ার্ড) সদস্য পদে নির্বাচিত হয়েছেন উপজেলার পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ূব আলী। তিনি পেয়েছেন ৭৯ ভোট।

আইয়ূব আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শামীম পেয়েছেন ৬৬ ভোট এবং সাবেক ইউপি সদস্য দুলাল ভুঁইয়া কোনো ভোট পাননি।

বিজয়ী আইয়ুব আলী ইউপি নির্বাচনে বেশ কয়েকবার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ইউপি নির্বাচনে বিজয়ী না হলেও তিনি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন। বিগত জেলা পরিষদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও মামলার কারণে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চুনারুঘাট কেন্দ্রে ১৪৬ ভোটের মধ্যে ১৪৫ জন ভোট প্রয়োগ করেছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল হক ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এর আগে সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনকে ঘিরে উপজেলা সদর ছিল উৎসবমুখর। সারা উপজেলার ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2