হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকায়ও তুমুল জনপ্রিয় ব্যারিস্টার সুমন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩৩ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জনগণের সমস্যা যেখানে ব্যারিস্টার সুমন সেখানে। নিজ এলাকা কিংবা এলাকার বাইরে- সবখানে সরব তিনি। বিশেষ করে নানামুখী সমস্যা নিয়ে ফেসবুক লাইভের কল্যাণে সারাদেশের মানুষ তাকে চেনেন। হাইকোর্ট, খেলার মাঠ, ভাঙা ব্রিজ, রাস্তার মাঝের খুঁটি কিংবা হাঁটুজলে নেমেও লাইভে যাওয়ার বাতিক তার। শুধু লাইভে গিয়েই শেষ নয়, নিজের অর্থ খরচ করে অনেক সমস্যার সমাধানও দেন তিনি। যার প্রমাণ মিলেছে তার নির্বাচনী এলাকা ঘুরেও। এর বাইরে একটি ফুটবল একাডেমি রয়েছে তার। সারাদেশে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে তার একাডেমি।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সরেজমিনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মধাবপুর) ঘুরে দেখা যায় সুমনের নানান কীর্তি। সাধারণ মানুষ বলছে, ‘যদি স্বতন্ত্র থেকেও নির্বাচন করেন ব্যারিস্টার সুমনই পাস করবেন।’
জানা যায়, আসন্ন নির্বাচনে এই আসনে বর্তমান এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক ছাত্র ও যুবনেতা ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু মনোনয়ন চান।
এ বিষয়ে কথা হয় ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সঙ্গে। তিনি বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে আমি গত দুবার মনোনয়ন চেয়েছি। কিন্তু ব্যক্তিগতভাবে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছি। আমি মূলত তরুণদের প্রতিনিধিত্ব করি। আমাকে দিলে লোকজন এটা মনে করে যে, সবচেয়ে বেশি ভোট পেয়ে পাস করবো। তারপরও আপনারা এলাকা ঘুরে দেখেন। তাহলেই প্রকৃত তথ্য পাবেন।’
কারও বিপদে এভাবেই লাইভে চলে যান সুমন ভোটের হিসাব-নিকাশ নিয়ে চায়ের আড্ডায় কথা হয় চুনারুঘাটের পানছড়ির কাছে ঢেউয়াতলী বাজারে একদল নবীন ও প্রবীণ ভোটারের সঙ্গে। ফার্নিচার ব্যবসায়ী সুভাষ দেবনাথ, কৃষক আবদুর রহমান, ফার্নিচার মিস্ত্রি ওসমান গণি, ড্রাইভার মানিক মিয়া, গাছি (লাকড়ি কুড়ায়) আব্দুস সোবহান ও বাবুর্চি মো. রুবেল মিয়া খোলামেলা আলাপ করেন এ নিয়ে। আওয়ামী লীগ-বিএনপির অবস্থান, প্রার্থীদের জনপ্রিয়তা ও এলাকায় সম্পৃক্ততা নিয়ে কথা হয় তাদের সঙ্গে।