হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় শিক্ষিকা বরখাস্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০১:২১ পিএম, ৪ এপ্রিল,শুক্রবার,২০২৫

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তারকে লাঞ্ছিত করার সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে প্রধান শিক্ষককে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবক ও শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।