avertisements 2

হঠাৎ হরতাল, তাই বর চাপলেন হেলিকপ্টারে!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৫৭ পিএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

সবকিছু প্রস্তুত। হঠাৎ হরতাল। পেছানোর সুযোগ নেই। বর চাপলেন হেলিকপ্টার। উড়াল পথে সিলেটের একটি কনভেনশন হলে বিয়ে করতে আসেন যুক্তরাজ্যপ্রবাসী নুরুল আলম। ফিরতে পথে নববধূকে সঙ্গে নিয়ে উড়াল পথেই যাত্রা করেন।

রোববার (২৯ অক্টোবর) সিলেট কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুনবাজার ভাটশালার মানিক মিয়া ও জোসনা বেগমের পুত্র নুরুল আলম।

তিনি সিলেট নগরের লালাদিঘির পার এলাকার বাসিন্দা মোহাম্মদ মখলিসুর রহমান ও হেলেনা বেগমের একমাত্র মেয়ে ইভা আক্তার ইফতিয়াকে করেন। বরের চাচা ফজলু মিয়া জানান, হরতালের কারনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বর-কনের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2