বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:০২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সিন্ডিকেট দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, উৎপাদক - ক্রেতা সমবায় গঠন, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু, অবিলম্বে লোডশেডিং বন্ধের পদক্ষেপ গ্রহণ, ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন ও সুচিকিৎসা নিশ্চিতকরনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ সেপ্টেম্বর '২৩ বিকাল ৫ টায় সিলেট সিটি পয়েন্টে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মনীষা ওয়াহিদের পরিচালনায় এবং সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন খায়রুল হাছান, আনোয়ার হোসেন সুমন, তুহিন কান্তি ধর, তপন চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মুন্না প্রমুখ।