চেয়ারম্যানের দাম্ভিকতা; বললেন ‘প্রধানমন্ত্রীও এখানে আসলে আমার হুকুম লাগবে’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪১ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫
দাম্ভিকতা দেখিয়ে আলোচিত-সমালোচিত হচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুল। এক ওয়াজ মাহফিলে গিয়ে তিনি বলেছেন, আমি বারদীর চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে। তিনি আরও বলেন প্রশাসন আমার পক্ষে কাজ করবে, কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ তাহলে দিস ইজ অফ। কারণ আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি- তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (লায়ন বাবুল) আরও বলেন, ১৯৭৪ সালের পরে বারদীতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়নি। এটা আপনাদের গর্ব, আপনারাই ধরে রাখবেন। আমাকে কিলাইবে আর আপনারা হাত-পা ধরে বসে থাকবেন? আপনাদের লজ্জা হওয়া উচিত। আগের দিন ভুলে যান, বর্তমানে লায়ন বাবুল বারদীর চেয়ারম্যান। শান্তিরবাজার কারও বাপ-দাদার নয়, কেউ ঝামেলা সৃষ্টি করলে হাত-পা ভেঙ্গে আমাকে ফোন দিবেন, তা না হলে আমাকে ফোন দিবেন না। হাত-পা ভেঙ্গে দিলে তাকে আমি এসে তাকে উদ্ধার করবো। শান্তিরবাজারে কেউ মহড়া দিলে আর তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারমু। চোর-বাটপাররা আমাকে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না (অশ্লীল ভাষা ব্যবহার করেন তিনি)।
তার এমন বক্তব্যে উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে জানান তারা। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া তার এ বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মাহবুবুর রহমান বাবুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।