অবশেষে অনশনরত সেই প্রেমিকার প্রেমিকের সাথে বিয়ে
অবশেষে অনশনরত সেই প্রেমিকার প্রেমিকের সাথে বিয়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১১:১০ পিএম, ১৩ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামে অনশনরত প্রেমিকার সাড়ে ৩ লাখ টাকা দেন মোহরানায় প্রেমিক কাওসার হোসেনের সাথে বিয়ে হয়েছে। বিয়ের দাবিতে ৩দিন অনশনের পর অবশেষে রোববার রাতে ওই প্রেমিকের সাথে এ বিয়েহয়। তাড়াশ থানার ওসি ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের জামাল উদ্দিনের ছেলে কাওসারের সাথে একই এলাকার খুটিগাছা গ্রামের হারেজ আলীর মেয়ের সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক তাকে বিয়ে না করে অনত্র বিয়ে করার চেষ্টা করে।
এ সংবাদে প্রেমিকা শুক্রবার বিকেলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করে। এমনকি বিয়ে না করলে আন্তহত্যার হুমকি দেয়া হয়। এ অনশনের সংবাদ ফেইসবুলে ভাইরালসহ বিভিন্ন মিডীয়ায় সংবাদ প্রকাশিত হয়। অবশেষে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুলের সার্বিক তত্বাবধায়নে রোববার রাতে উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে এ বিয়ে সম্পন্ন্য করা হয়।
আনুষ্ঠানিকভাবে এ বিয়ের পর সোমবার সকালে ওই নব দম্পত্তিকে মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনাকে নিয়ে লেখা ‘চিরকুট’

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
